ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদীর প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। কারাগারে শ্রেণীপ্রাপ্ত হাজতি হিসেবে থাকা অবস্থায় শারীরিক জটিলতার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে রোববার বিকেল চারটার দিকে পুরোনো ভবনের ৫ম তলায় আইসিইউতে...