২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম বাংলাদেশের রাজনীতিতে শোকের ছায়া নেমেছে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু সংবাদে। সোমবার সকাল ৭টায় ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তার স্বাস্থ্য অবনতি হলে গতকাল রবিবার তাকে ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী এই তথ্য নিশ্চিত করেছেন। হুমায়ুন গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন; গ্রেপ্তারের কারণ ছিল নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা, আক্রমণ ও ভাঙচুর সংক্রান্ত মামলা। নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন রাজনীতিতে দীর্ঘকাল সক্রিয় ছিলেন।...