সীমান্তনদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি চুরির ঘটনায় জড়িত এক বিএনপি নেতার দুই ভাতিজাসহ ২২ জনের নামে মামলা দায়ের করেছে নৌ পুলিশ। ওই মামলায় পাঁচ ট্রলারবোঝাই চুরি করা খনিজ বালি জব্দ দেখানো হয়েছে। মামলার আসামিরা হলেন- তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের সালমান রশিদ তানশি, তার সহোদর সায়েদ মিয়া, একই গ্রামের তাজুল ইসলাম মোড়ল, মাহমুদ আলী শাহ, খায়রুল ইসলাম, আবু লাহাব, তৌহিদ মিয়া, বাদাঘাটের রামিন মিয়া, লালঘাটের জানু মিয়াসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২জন। তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নেতা জানান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ঘাগটিয়ার আবুল কালামের আপন ছোট ভাই আবুল ইসলামের ছেলে আসামি সালমান রশিদ তানশি, তার সহোদর সায়েদ মিয়া।আরও পড়ুনআরও পড়ুননাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেফতার রোববার ( ২৮...