এশিয়া কাপ ২০২৫ জয়ের পরও বিজয়ী ট্রফি হাতে তুলতে পারেনি ভারত। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক সূর্যকুমার যাদব অভিযোগ করেন, টুর্নামেন্ট আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভারতীয় দলকে ট্রফি দেয়নি। ২৮ সেপ্টেম্বর ফাইনাল শেষে উপস্থাপনা অনুষ্ঠান প্রায় এক ঘণ্টারও বেশি সময় বিলম্বিত হয়। শুরু হলে ভারতীয় দল মঞ্চে ওঠেনি, শুধু নয়— ট্রফিও তাদের হাতে যায়নি। সূর্যকুমার বিস্ময় প্রকাশ করে বলেন,“এমন ঘটনা আমি কোনোদিন দেখিনি। চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়নি। এই সাফল্য সহজে আসেনি, দুই দিনে টানা দুই শক্তিশালী ম্যাচ জিতে আমরা এই শিরোপা জিতেছি।” তিনি আরও যোগ করেন, “আমার ড্রেসিংরুমে ১৪টা ট্রফি আছে। তবে আসল ট্রফি আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফরা— এই আসর জুড়ে তাদের অবদানই আমার কাছে স্মৃতির মতো থাকবে।” ফাইনাল পরবর্তী নাটকের পেছনে ভারত-পাকিস্তান টানাপোড়েনই মূল কারণ হিসেবে দেখা...