সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে আটক করা হয়। শামিমা পারভীন রত্না জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর রত্নাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা...