রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ধানমন্ডি থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের ঘটনাটি ছিল মাত্র একটি পর্ব। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে নিয়ে গেলেও, স্বল্প সময়ের মধ্যেই তার মুক্ত হয়ে আসা এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিন্দুমাত্র তোয়াক্কা না করে একের পর এক তীক্ষ্ণ ও ইঙ্গিতপূর্ণ পোস্ট দেওয়া— এসব ঘটনা প্রমাণ করে যে শাওন এক অসাধারণ প্রভাবশালী এবং তার পেছনে রয়েছে এক অদৃশ্য, কিন্তু অদম্য শক্তি।গ্রেপ্তার কেবলই নাটক? ক্ষমতাধর শাওনের ইশারা!ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেপ্তারের কথা জানালেও, এই গ্রেপ্তারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। গ্রেপ্তারের ২৪ ঘণ্টা পার না হতেই তার মুক্তি প্রমাণ করে, রাষ্ট্রীয় সংস্থাগুলির চেয়েও বড় কোনো প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ছিল এই প্রক্রিয়ায়। নেটিজেনদের ধারণা,...