নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী জেলা কারাগারে আটক থাকা শেখ হাসিনা সরকারের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে ঘিরে নানা বিতর্ক ও অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি সাধারণ বন্দী নন, বরং 'ভিআইপি সুবিধাভোগী' হিসেবে বিলাসবহুল জীবনযাপন করছেন কারাগারের ভেতরেই। সূত্রমতে, ১৯৬৯ সালে নির্মিত নোয়াখালী জেলা কারাগারে মাত্র তিনটি ভিআইপি রুম রয়েছে, যার একটি দখল করে আছেন একরাম।এ রুমটি নতুন টাইলস দিয়ে সাজানো হয়েছে, এবং সেখানে বসানো হয়েছে এয়ার কন্ডিশনার (এসি)।এছাড়া নিয়মিতভাবে বাইরে থেকে খাবার আসছে তার জন্য, যা কারা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার আত্মীয়-স্বজন ও অনুসারীরা কারাগারে যাতায়াত করছেন দিনে-রাতে।গত ঈদে তিনি পুরো কারাগারের বন্দীদের জন্য নগদ অর্থ, খাবার ও অন্যান্য সুবিধা দিয়েছেন, যা ‘জনদরদী আচরণ’ হিসেবে দেখা হলেও আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এই সমস্ত কর্মকাণ্ড কারা বিধির চরম...