এশিয়া কাপ ফাইনালের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নকভির আচরণে ক্ষুব্ধ ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। টুর্নামেন্ট শেষে ট্রফি নিজের সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন নকভি, যা নিয়ে ভারতীয় বোর্ড সরাসরি অভিযোগ তুলেছে এবং আসন্ন আইসিসি সম্মেলনে এ বিষয়ে ‘শক্ত ও গুরুতর’ প্রতিবাদ জানানোর ঘোষণা দিয়েছে।রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত। কিন্তু ম্যাচশেষে ট্রফি প্রদান পর্বকে ঘিরে তৈরি হয় অস্বাভাবিক পরিস্থিতি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তার সতীর্থরা প্রকাশ্যে নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। এরপর নকভি ট্রফি ও পদক নিয়ে সরাসরি স্টেডিয়াম ছেড়ে চলে যান। ফলে জয়ের পরও ভারতীয় দল হাতে ট্রফি তুলতে পারেনি।বিসিসিআইর সচিব দেবজিত শইকিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইচ্ছে করেই এসিসি চেয়ারম্যানের হাত...