ব্যক্তিগত পুরস্কারগুলো তখন দেওয়া শেষ। পাকিস্তানের ক্রিকেটাররা একে একে রানার্স আপের মেডেল পেলেন মঞ্চে থাকা অতিথি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার হাতে রানার্স আপের প্রাইজমানির প্রতীকী চেকও তুলে দেওয়া হলো। এরপর চ্যাম্পিয়ন ভারতের ক্রিকেটারদের মেডেল নেওয়ার পালা। প্রাইজমানির চেক ও ট্রফি নেওয়ার পালা। কিন্তু সেই পর্বের দৃশ্যায়ন দেখাই গেল না! পুরস্কার বিতরণীয় আয়োজনের সঞ্চালনায় থাকা ধারাভাষ্যকার সাইমন ডুল তখন বলেন, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ভারতীয় দল আজকে রাতে তাদের পুরস্কার গ্রহণ করবে না। কাজেই ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এখানেই সমাপ্তি।” ডুলের কথায় মনে হচ্ছিল, ভারতীয় দল পুরস্কার নিতে যায়নি। পরে জানা গেল, ভারতীয় দল আদতে মহসিন রাজা নাকভির কাছ থেকে পুরস্কার নিতে চায়নি। এসিসির সভাপতি হিসেবে চ্যাম্পিয়ন দলকে...