রোববার ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও ট্রফি নেয়নি। ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে ভারত সরকার। তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে যাওয়া হয় ভেতরে।পাকিস্তানের খেলোয়াড়েরা রানার্সআপের মেডেল নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে। আর রানার্সআপের চেক তুলে দেননাকভি ও আমিনুল একসঙ্গে। ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নেন অন্য অতিথিদের কাছ থেকে। এরপর দলটির অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘এ মুহূর্তে মেনে নেওয়া কঠিন (হার)। ব্যাটিং করতে গিয়ে আমরা উইকেট হারিয়েছি, বল হাতে দুর্দান্ত ছিলাম কিন্তু বোর্ডে যথেষ্ট রান ছিল না। আমরা স্ট্রাইক রোটেট করতে পারিনি এবং অনেক বেশি উইকেট হারিয়েছি। খুব দ্রুত আমাদের ব্যাটিং ঠিক করতে হবে। তারা অসাধারণ...