মঞ্চটা তৈরি ছিল, ছিল ট্রফিও। কিন্তু তা নিয়েই লুকোচুরি খেলা চলেছে ঘণ্টাখানেক। অতিথিরা মঞ্চে উঠবেন কি না—প্রায় মিনিট চল্লিশ স্থায়ী হয় সেই দ্বিধাদ্বন্দ্ব। তাঁরা ওঠার পরও প্রায় মিনিট বিশেক অপেক্ষা ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার। সেটির শেষটা হয় আরও নাটকীয়তায়। চ্যাম্পিয়ন দলকে ট্রফি না দিয়েই কি না মঞ্চ থেকে নেমে যান সব অতিথি! পৃথিবীর সব খেলা মিলিয়েই এমন ঘটনা খুঁজে পাওয়া বেশ কঠিন। এর মধ্যেই বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির কাছ থেকে ট্রফিটা নিতে চাননি তাঁরা। যিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আর পিসিবি চেয়ারম্যানও। ট্রফি হাতে না পেলেও অবশ্য ভারতের উদ্যাপন থেমে থাকেনি। কল্পনা করা ট্রফি নিয়ে উদ্যাপন করেন দেশটির ক্রিকেটাররা। দুই হাতে ট্রফি ধরে আছেন, এমন ভঙ্গিতে এগিয়ে যাওয়ার পর...