এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত জয় পেলেও নতুন এক বিতর্কের জন্ম নিয়েছে। চ্যাম্পিয়ন হয়েও ট্রফি গ্রহণ করেনি গৌতম গম্ভীরের দল। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। তিনি ভারতীয় দলের আচরণকে ‘হতাশাজনক’ বলে অভিহিত করেছেন। শুধু পাকিস্তান নয়, ভারত পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক। ফাইনালের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানের অধিনায়ক আগা। ভারতের ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর বিষয়ে আগা বলেন, ‘ভারত যা করেছে এই টুর্নামেন্টে, সেটা খুবই হতাশাজনক। তারা আমাদের সঙ্গে হ্যান্ডশেক না করে আমাদের নয়, ক্রিকেটকেই অসম্মান করেছে। তারা আজ যা করেছে, ভালো দলগুলো এমন আচরণ করে না। আমরা নিজেরা গিয়ে ট্রফির সঙ্গে ছবি তুলেছি, কারণ সেটা আমাদের দায়িত্ব ছিল।...