৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত। তবে এশিয়া কাপ শেষ হলেও নাটক শেষ হয়নি।ভারত চ্যাম্পিয়ন হওয়ার দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রানার্সআপ পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর রানার্সআপের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। তবে ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে।ভারতের গণমাধ্যমের দাবি, পিসিবি সভাপতির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে দেশটির সরকার। তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে যাওয়া হয়েছে ভেতরে। নাকভি নেমে যাওয়ার পর...