খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় রোববার (২৮ সেপ্টেম্বর) অবরোধ চলাকালে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। আহত হয়েছেন সেনাবাহিনী ও পুলিশের অন্তত ১৬ জন সদস্য। পাহাড়ি এক মারমা স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে টানটান উত্তেজনার মধ্যে শনিবার থেকে গুইমারায় ১৪৪ ধারা বলবৎ ছিল। কিন্তু রোববার ‘জুম্ম ছাত্র-জনতা’ ব্যানারে কর্মসূচি পালনকালে আইন অমান্য করে অবরোধ চলতে থাকে। এ সময় পুলিশ, সেনা সদস্য ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তিনজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত এবং মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্যসহ আরও অনেকে আহত হয়েছেন।” তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।...