ড. ইউনূস সরকারের একজন উপদেষ্টার প্রেমে আমি এক বছর ধরে হাবুডুবু খাচ্ছিলাম। ভদ্রলোক উপদেষ্টা হওয়ার পূর্বে ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন এবং আমার সঙ্গে বন্ধু তালিকায় যুক্ত ছিলেন।তিনি প্রথম আলোতে নিয়মিত লিখতেন। তাঁর কয়েকটি নিবন্ধ পড়েছিলাম। সেগুলোর মধ্যে প্রয়াত জামায়াত নেতা শাহ আবদুল হান্নানকে নিয়ে তাঁর স্মৃতিচারণমূলক লেখাটি আমাকে নিদারুণভাবে মোহিত করেছিল। ফলে তিনি যেদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারূপে শপথ নিলেন তখন মুহাম্মদ ফাওজুল কবির খান সম্পর্কে আমি ভীষণ আশাবাদী হয়ে উঠলাম। পরে যখন দেখলাম তিনি বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তখন আমার আশাবাদের পরিধি বেড়ে গেল। আমি বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য এবং একই কমিটির তিনটি সাবকমিটির চেয়ারম্যান ছিলাম। অন্যদিকে বিদ্যুৎ-খনিজ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কেও আমার জানাশোনা কম ছিল না। কারণ আমার নির্বাচনি এলাকায়...