ক্রিকেট থেকে রাজনীতিকে আলাদা করতে পারেনি ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দী দুই দেশের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়েছে, ফাইনালেও থেমে থাকেনি। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। তবে চ্যাম্পিয়ন হয়েও মেডেল বা ট্রফি গ্রহণ করেনি ভারতীয় ক্রিকেট দল। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এটি ভারত-পাকিস্তানের প্রথম ফাইনাল। ভারত সেটিতে জিতল ঠিকই কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের পর সমালোচনার জায়গাটা রেখেই দিল। মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানায় ভারত। নাকভির আরেকটি পরিচয় তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ফাইনাল ম্যাচের পর কিছুটা দেরিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। রানার্স আপ দল পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের মেডেল গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে। এছাড়া অধিনায়ক সালমান আগাকে ৭৫ হাজার ডলারের চেক তুলে...