গত বছরের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান।‘এর রেশে’ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি পোস্টের বিপরীতে ফের নিজের পেজে ‘ইস্যু ফলোআপ স্টাইলে’ পোস্ট দেন সাকিব। পোস্টে কেউ কারও নাম সরাসরি উল্লেখ করেননি। তবে কে কাকে ইঙ্গিত করে কী বার্তা দিতে চেয়েছেন, তা বোধ হয় বুঝতে সমস্যা হয়নি নেটিজেনদের।রোববার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব। সেই পোস্টের কিছুক্ষণ পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্ট করেন ফেসবুকে, যা সাড়া ফেলে নেটিজেনসহ দেশবাসীর মাঝে।সাকিবের পোস্টের ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন আপা’। সঙ্গে ২০১৫ সালে গণভবনে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে তোলা...