তথ্যসূত্র বলছে, ১৯৯৯ সালে বিশ্ব হার্ট ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যান্টোনি বায়েস দে লুনা প্রথমবার এই দিবস পালনের প্রস্তাব দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ২০০০ সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব হার্ট ডে’ পালিত হয়। প্রথমদিকে এটি সেপ্টেম্বর মাসের শেষ রবিবার পালিত হলেও ২০১১ সাল থেকে নির্দিষ্টভাবে ২৯ সেপ্টেম্বর দিনটিতে বিশ্ব হার্ট ডে পালন করা হচ্ছে। বর্তমানে প্রায় ৯০টিরও বেশি দেশ এই দিনে বিভিন্ন প্রচারাভিযান ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে। প্রতি বছর বিশ্ব হার্ট ফেডারেশন এই দিনের জন্য একটি বিশেষ থিম ঘোষণা করে। সাম্প্রতিক বছরগুলোতে থিম ছিল ‘Use Heart for Action’ এবং ‘Use Heart, Know Heart’। এসব থিম মূলত ব্যক্তিগত দায়িত্ব, স্বাস্থ্যকর জীবনযাপন, সচেতনতা ও আন্তর্জাতিক অংশগ্রহণের ওপর গুরুত্বকে তুলে ধরেছে। ২০২৫ সালের থিম হলো, ‘Don't...