২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে ছয়টি টিনসেড দোকান ঘর আগুনে পুড়ে গেছে৷ রোববার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ২টায় উপজেলার কুমারভোগ ইউনিয়নের মাওয়া চৌরাস্তার পূর্বপাশে ঢালী এন্টারপ্রাইজ নামক একটি প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে লৌহজং ও ও শ্রীনগর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, খবর পেয়ে লৌহজং থেকে ২টি ইউনিট ও শ্রীনগর থেকে ২টি ইউনিট এসে ৪টি ইউনিটে প্রায় ২৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ চার লাখ টাকা ও দশ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে। আগুনের সূত্রপাত জানা যায়নি।...