দিবস উপলক্ষে জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরমধ্যে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। পাশাপাশি বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান করা হয়। গত তিন বছর যাবত জেলায় জলাতঙ্কের ভ্যাকসিন না থাকলেও শুধুমাত্র দিবস পালন করতে তা আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার অন্যান্য উপজেলার মতো সরাইলেও এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন। তিনি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে প্রায় অর্ধশতাধিক কুকুরকে এই ভ্যাকসিন প্রদান করা হয়। সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ বলেন, আমাদের এখানেও জলাতঙ্কের ভ্যাকসিন ছিল না। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে জেলা কার্যালয় থেকে কিছু ভ্যাকসিন পাঠানো হয়েছে। আমরা ৬০টি পেয়েছি এবং তা প্রয়োগ করেছি। আরও পড়ুন-টাঙ্গাইলে সরকারি হাসপাতালে মিলছে না জলাতঙ্কের টিকাকুকুর আতঙ্কে এলাকাবাসী, হাসপাতালে...