দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হামলায় অন্তত ১৭ জন নিহত হওয়ার পর উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে সাধারণ মানুষকে অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনো যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েন ও হামলাকে “অঘোষিত যুদ্ধ” বলে উল্লেখ করেছেন। মাদুরো দ্রুত ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়াকে সক্রিয় ডিউটিতে নিয়ে আসার ঘোষণা দেন। খবর বিবিসির। কারাকাসের পেতারে ও অন্যান্য এলাকায় সেনারা সাধারণ মানুষকে রাশিয়ার তৈরি রাইফেল, ট্যাঙ্ক এবং যুদ্ধকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছে। দীর্ঘদিন ধরে মিলিশিয়ার সদস্য ৬৮ বছর বয়সী এডিথ পেরালেস বলেন, “আমাদের মাতৃভূমি রক্ষার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।” ৬৯ বছর বয়সী ফ্রান্সিসকো ওহেদা বলেন, “যদি যুদ্ধে জীবন দিতে হয়, আমি দেব। এমনকি বিড়ালও বন্দুক হাতে নিয়ে দেশ রক্ষা করতে বের হবে।” ৬৭ বছর বয়সী...