আন্তর্জাতিক একটি টুর্নামেন্টে নাটকীয় সব ঘটনার জন্ম দিয়েছে ভারত-পাকিস্তান। সেই কাণ্ডের জন্য পরে একে অপরের দিকে আঙুলও তুলেছে তারা। এশিয়া কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পরেও এসিসি প্রধান মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারত। কারণ নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। তাছাড়া প্রতিবার পাকিস্তানের বিপক্ষে টসের সময়ও রীতি মেনে করমর্দন করেননি দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী তাই ভারতীয় দলের আচরণের সমালোচনা করেছেন। ফাইনালের পর সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘ভারত যা করেছে, তা খুব হতাশাজনক। তারা আমাদের সঙ্গে হাত মেলাচ্ছে না, তাতে তারা আমাদের অশ্রদ্ধা করছে না, ক্রিকেটকে অসম্মান করছে। ভালো দল এমনটা করে না। আমরা একাই ট্রফির সঙ্গে ছবি তুলতে গিয়েছিলাম, কারণ সেটি আমাদের দায়িত্ব ছিল। আমরা দাঁড়িয়ে মেডেল নিয়েছি। কঠোর ভাষা ব্যবহার...