পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সকাল ৭টার দিকে বগিগুলো উদ্ধারে কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ আহত হননি। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ট্রেনটি উদ্ধারে কাজ চলছিল।আরো পড়ুন:আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে কুলাউড়ায় অবস্থান ধর্মঘটনতুন সূচিতে সেবা, ট্রেন পাওয়া যাবে সোয়া ৪ মিনিট পরপর আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে কুলাউড়ায় অবস্থান ধর্মঘট নতুন সূচিতে সেবা, ট্রেন পাওয়া যাবে সোয়া ৪ মিনিট পরপর যাত্রীরা জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে রওনা দেয় ট্রেনটি। ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট...