যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় এক বন্দুকধারীর গুলিতে ও ভবনে আগুন লাগানোর ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।আরো পড়ুন:পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পেরট্রাম্প গাজা যুদ্ধের সমাপ্তি চান, নেতানিয়াহুকে স্পষ্ট বার্তা ট্রাম্প গাজা যুদ্ধের সমাপ্তি চান, নেতানিয়াহুকে স্পষ্ট বার্তা প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার সকালে গ্র্যান্ড ব্ল্যাঙ্কের ল্যাটার-ডে সেন্টস শহরের জেসাস ক্রাইস্টের চার্চে প্রার্থনা চলাকালীন এই হামলার ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ৪০ বছরের সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার নাম টমাস জ্যাকব স্যানফোর্ড। তিনি নিকটবর্তী বার্টন শহরের বাসিন্দা ছিলেন। পুলিশ ঘটনাটিকে ‘লক্ষ্যবস্তুবদ্ধ সহিংসতার ঘটনা’ হিসেবে তদন্ত করছে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে। গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনি...