বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দেশের ব্যবসায়ীদের নীতি সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা জারি করেছে। ইতোপূর্বে বাংলাদেশ ব্যাংক দেশের কিছু বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ করে বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিশেষ ঋণ পুনঃ তফসিল সুবিধা দিয়েছিল।বাংলাদেশ ব্যাংকের বিশেষ ঋণ পুনঃ তফসিল সুবিধার তুলনায় এই নীতি সহায়তা কিছুটা বিস্তৃত পরিসরে গৃহীত হয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে (১) নীতি সহায়তাপ্রাপ্তির যোগ্যতা, (২) নীতি সহায়তার ধরন ও প্রকৃতি, (৩) বিশেষ ঋণ পুনঃ তফসিল সুবিধা, (৪) বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত ক্ষতির প্রেক্ষিতে নীতি সহায়তা, (৫) বিশেষ ঋণ পুনর্গঠন সুবিধা, (৬) বিশেষ ঋণ স্থানান্তর বা এক্সিট সুবিধা এবং (৭) নীতি সহায়তা গ্রহণের জন্য আবেদনের প্রক্রিয়া ও অযোগ্যতা। বিশেষ ঋণ পুনঃ তফসিল সুবিধা এবং নীতি সহায়তা, উভয়ই দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে সহযোগিতার উদ্দেশ্যে গৃহীত হলেও দুটো ব্যবস্থার মধ্যে কিছু সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।...