ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা শুধু মাঠের বাইরে। মাঠে দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইটা হয়ে যায় একপেশে। অন্তত গতকাল রোববার এশিয়া কাপের ফাইনালের আগে সদ্য সমাপ্ত টুর্নামেন্টে আগের দুবারের দেখায় দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখে সেটাই মনে হয়েছিল। শুধু এই প্রতিযোগিতায় নয়, নিকট অতীতে ভারত-পাকিস্তানের প্রায় অধিকাংশ ম্যাচই হয়েছে একপাক্ষিক। সে কারণে সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা যেন হতাশ হয়ে পড়েছিলেন। সে হতাশার ক্ষতে প্রলেপ হয়ে হাজির হয়েছে গতকালের শিরোপা নির্ধারণী। মুখোমুখি আগের দুই ম্যাচ একপেশে হলেও এবার ম্যাচ জমিয়ে তোলে পাকিস্তান। তবে শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে রেকর্ড নবমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম আগে ব্যাটিং করে শেষ ৩৩ রানে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান গুটিয়ে যায় ১৪৬ রানে। রান তাড়ায় শুরুতে বিপদে পড়লেও তিলক ভার্মার অপরাজিত ৬৯ রানে ভর...