চাঁদপুরে একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের কিস্তির জন্য মানসিক চাপে কীটনাশক পান করে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতেই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, রাতে ঋণের কিস্তির জন্য মানসিক চাপে ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া এলাকার গৃহবধূ মাহমুদা বেগম কীটনাশক পান করেন। চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। এদিকে চাঁদপুর সীমানাবর্তী শরীয়তপুরের সখীপুর উপজেলার ভেদেরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কোরআনে হাফেজ মাহফুজ হাওলাদার (২০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত চালক...