২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম কাতারের কূটনৈতিক সূত্রআফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) আরও এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। ওয়াশিংটনের বন্দিমুক্তি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোহেলার আফগানিস্তান সফরের পর ওই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে বলে ওয়াশিংটন নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। আমির আমিরি নামের ওই মার্কিন নাগরিক ২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে আটক ছিলেন। কাতারের মধ্যস্থতায় তার মুক্তি ঘটে এবং রোববার সন্ধ্যায় তিনি দোহার উদ্দেশে রওনা করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানকে বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানোর প্রায় এক সপ্তাহ পর বোহেলারকে মুক্তি দেওয়া হলো। সম্প্রতি ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে দেওয়া না হলে আফগানিস্তানের জন্য ‘খারাপ কিছু’ ঘটবে।...