২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। টাইমস অব ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুথিরা। এর পাল্টায় ইসরায়েলও ইয়েমেনে বিমান হামলা চালায়। এদিকে স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। আল জাজিরা...