কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মঞ্চের পেছনে আসরের নামাজ আদায় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সম্মেলন চলাকালীন নামাজ আদায়ের সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত ভাইরাল হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তার দায়িত্ব পালন করেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বক্তব্যের ফাঁকেই আজানের পর তিনি নামাজে দাঁড়িয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত বিএনপি কর্মী শিপন আহমেদ বলেন, “নামাজের সময় হওয়ায় তিনি নামাজ আদায় করলেন। খুবই সুন্দর দৃশ্য এটি। এমন কর্মকাণ্ডে নেতাকর্মীরা নামাজের প্রতি আরও বেশি উদ্বুদ্ধ হবেন।”আরেক নেতা ওমর ফারুক বলেন, “একজন নেতার এমন গুণাবলি কর্মীদের জন্য অনুপ্রেরণার। আমরা গর্বিত।” কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ১৪টি...