বিশ্ব অর্থনীতির দিগন্ত যেন এক অনন্ত ভ্রমণের মানচিত্র। সময়ের স্রোতে এর পথচলা কখনো শান্ত, কখনো উত্তাল -তবু প্রতিনিয়ত সামনে এগোনো। গত কয়েক দশক ধরে বিশ্ব অর্থনীতির স্রোত অদৃশ্য সুতার মতো গতিপথ বদলাতে বদলাতে এগিয়েছে। এই যাত্রায় চীন ছিল এক বিশাল আলোকস্তম্ভ। বিশ্বের কারখানা” হিসেবে তার উত্থান কেবল উৎপাদনের নয়, এক নতুন অর্থনৈতিক ইতিহাসের জন্ম দিয়েছে। শুরুতে চীনের শিল্পায়ন ছিল একটি জটিল প্রক্রিয়া, যার প্রধান লক্ষ্য ছিল কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্প ও প্রযুক্তি-নির্ভর অর্থনীতিতে উত্তরণ। এই প্রক্রিয়াটি চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি)-এর নেতৃত্বে সম্পন্ন হয়েছে এবং এর গতি ছিল অত্যন্ত দ্রুত। চীনের শিল্পায়ন মূলত দুইটি গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে এগিয়েছে। প্রথম পর্যায়টি শুরু হয় ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর। সে সময় দেশটি সোভিয়েত মডেল অনুসরণ করে ভারী শিল্পকে অগ্রাধিকার দিয়ে ছিল।...