অবশেষে মৌসুমে প্রথমবারের মত স্প্যানিশ লা লিগার শীর্ষে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। শনিবার মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ফলে সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে উঠে আসে কাতালান ক্লাবটি। ৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ১৯, রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮। ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রিয়াল সোসিয়েদাদ রয়েছে টেবিলের ১৭তম স্থানে। ম্যাচের ৩১তম মিনিটে পিছিযে পড়ে বার্সেলোনা। আন্দের বারেনেচিয়ার ক্রস থেকে আলভারো ওদ্রিওজোলার গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। তবে বিরতির আগ মুহূর্তে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে হুলেস কুন্দে সমতায় ফেরান বার্সাকে। দ্বিতীয়ার্ধে নামেন মাঠে নামেন কিশোর প্রতিভা লামিনে...