মিশিগানের এক গির্জায় ভয়াবহ হামলা চালালেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, তিনি প্রথমে গাড়ি নিয়ে গির্জার সামনের দরজা ভেঙে ঢুকে পড়েন, তারপর অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালান এবং আগুন ধরিয়ে দেন। এতে অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আটজনের বেশি। শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে গোলাগুলির মুখে হামলাকারী নিজেও মারা যান। হামলাকারীর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি হচ্ছেন ৪০ বছর বয়সী থমাস জ্যাকব স্যানফোর্ড, মিশিগানের বার্টন শহরের বাসিন্দা এবং সাবেক মার্কিন মেরিন। তিনি ইরাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন। পুলিশ বলছে, স্যানফোর্ড ইচ্ছে করেই ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’ গির্জায় আগুন লাগান। পুরো ভবন মুহূর্তেই আগুন ও ধোঁয়ায় ভরে যায়। প্রথমে গুলিতে দুইজন মারা যান এবং আটজনকে হাসপাতালে নেওয়া হয়। কয়েক ঘণ্টা পর দগ্ধ গির্জার ভেতর থেকে আরও অন্তত দুইজনের লাশ পাওয়া...