ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন রোমাঞ্চ আর নাটকীয়তা ভরা। এবারের এশিয়া কাপ ফাইনালেও এর ব্যতিক্রম ঘটেনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী নিয়ে ঘটেছে নানা নাটকীয়তা। এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধার করেছে ভারত।শেষ ওভারে দরকার ছিল ১০ রান। বোলিংয়ে এসেছিলেন হারিস রউফ। তাঁর ৪ বলেই ১৩ রান নিয়ে ভারত কে এই মুকুট এনে দেন তিলক বর্মা ও রিংকু সিং। এরপর শুরু হয় নাটকীয়তা। পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ছিলেন চুপচাপ দাঁড়িয়ে। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও অন্য অতিথিরা। এর আগে নাকভির হাত থেকে ট্রফি নেওয়া হবে কিনা সে নিয়ে চলে আলোচনা। পুরস্কার বিতরণী মঞ্চ প্রস্তুত থাকলেও দেখা যায়নি পাকিস্তান দলকে। পরবর্তীতে অবশ্য তারাও উপস্থিত হয়েছে...