৪১ বছর পর এশিয়া কাপে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল হয়েছে। এ ফাইনালে ভারত ৫ উইকেটের জয় তুলেছে পাকিস্তানের বিপক্ষে। ফাইনাল শেষ হলেও ম্যাচের নাটকীয়তা এবং ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার উত্তাপ থেমে নেই। ম্যাচ শেষ হওয়ার ৯০ মিনিট পর শুরু হয় পুরস্কার বিতরণী।তা নিয়েই শুরু হয় দ্বিধাদ্বন্দ্ব। এরপরে যা হলো তা কোনো ক্রীড়া প্রতিযোগিতায় ঘটেনি। অতিথিরা মঞ্চে ওঠার পরও ২০ মিনিটের মতো অপক্ষা করতে হয়, তারপর শুরু হয় অনুষ্ঠান। শিরোপাজয়ী দল ভারতকে ট্রফি না দিয়েই মঞ্চ থেকে নেমে যান সব অতিথি। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই দলের সবাই উদযাপন করেছে। ফটোসেশন ও উল্লাসে মাতোয়ারা হন দেশটির ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ‘ক্রিকেট খেলা শুরুর পর বা যত দিন ধরে অনুসরণ করি, কখনো এমন কিছু দেখিনি যে চ্যাম্পিয়ন দলকে শিরোপা দেয়া হচ্ছে...