নীলফামারীর সৈয়দপুর শহরে ঝুট কাপড় দিয়ে তৈরি হচ্ছে শীতের জ্যাকেট। ঢাকা থেকে ঝুট কাপড় এনে স্থানীয় প্রায় ৬০টি কারখানায় এসব জ্যাকেট তৈরি করা হয়। প্রতি বছর প্রায় ১২ লাখ পিস জ্যাকেট উৎপাদন হয় সৈয়দপুরে। দেশীয় বাজারের পাশাপাশি ভারত, নেপাল, ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশে যায় এসব জ্যাকেট। বছরে সব মিলিয়ে জ্যাকেট থেকে শতকোটি টাকার ব্যবসা হয়। শীত মৌসুম ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকেরা কাপড় কাটা, সেলাই আর ডিজাইনের কাজে ব্যস্ত। ব্যবসায়ীরা জানালেন, গত বছর থেকে এবার ভালো দাম মিলবে বলে আশা করছেন তারা। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা এসে অগ্রিম অর্ডার দিয়ে যাচ্ছেন। দুই বছর আগে সৈয়দপুরে শতাধিক কারখানা থাকলেও বর্তমানে টিকে আছে প্রায় ৬০টি। কাঁচামালের সংকট ও মূল্যবৃদ্ধিসহ নানা কারণে কারখানার সংখ্যা কমেছে...