যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে ল্যাটার-ডে সেন্টস অব জেসাস ক্রাইস্ট চার্চে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশ প্রধান উইলিয়াম রেনেই এক সংবাদ সম্মেলনে জানান, সকাল ১০টা ২৫ মিনিটে তারা প্রথম ফোন কল পান। খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশ চার্চের পার্কিং এলাকায় গিয়ে হামলাকারীর মুখোমুখি হয় এবং তাকে গুলি করে হত্যা করে। গির্জার কর্মকর্তারা জানান, প্রার্থনা চলাকালে হঠাৎ এক ব্যক্তি গাড়ি নিয়ে গির্জার সামনে ঢুকে পড়েন। এরপর তিনি নির্বিচারে গুলি চালান এবং ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে গির্জায় আতঙ্ক সৃষ্টি হয়। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী টমাস...