পাবনার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে তিন ঘণ্টারও বেশি সময় ধরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেলওয়ে সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনে অপর একটি ঢাকাগামী ট্রেনকে সাইট দেওয়ার জন্য লুপ লাইনে দাঁড়ায়। ঢাকাগামী ট্রেনটি চলে যাওয়ার পর সিগন্যাল অনুযায়ী পঞ্চগড় এক্সপ্রেস গন্তব্যের দিকে রওনা হয়। তবে লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। হঠাৎ এ দুর্ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, “সিগন্যাল অমান্য করে চালক ট্রেনটিকে...