এদিকে, সেখানে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন ও সহিংসতার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো ও ১৪৪ ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশও দেন তিনি। অন্যদিকে, খাগড়াছড়ির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা করা হয়েছে। উপদেষ্টা জানান, এ ঘটনায় পূজা উদযাপনে কোন ধরণের প্রভাব পড়বে না। জানা যায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপের নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে যায় সেনা সদস্যরা। তাদের উপর ইট পাটকেল ছুঁড়লে গুইমারা জোনের টুআইসিসহ ১২ জন সদস্য আহত হন। পরিস্থিতি...