২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম ভারতের জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায়। এ ঘটনার পর কংগ্রেস দল গভীর উদ্বেগ প্রকাশ করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছে। বিষয়টি শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসনের জন্যও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটে মালয়ালম টেলিভিশনের সরাসরি বিতর্ক অনুষ্ঠানে, যেখানে বিজেপির মুখপাত্র প্রিন্টু মহাদেব প্রকাশ্যে বলেন—“রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে।” রবিবার এই ঘটনায় কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখে জানায় যে, এটি কোনো হঠাৎ রাগের প্রকাশ বা অসাবধানতাবশত উচ্চারিত মন্তব্য নয়; বরং পরিকল্পিত ও ভয়ঙ্কর হুমকি। কংগ্রেস বলেছে, এ ধরনের মন্তব্য একজন শীর্ষ বিরোধী নেতার জীবনের জন্য তাৎক্ষণিক...