২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই ইউক্রেনের রাজধানী কিয়েভ আবারও ভয়াবহ হামলার মুখে পড়ল। শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত টানা কয়েক ঘণ্টা ধরে রুশ বাহিনী শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শহরটিতে তীব্র ধ্বংসযজ্ঞ চালায়। এতে বহু বেসামরিক হতাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়ও বড় ধরনের ক্ষতি হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলা চলে টানা ১২ ঘণ্টা। এসময় রুশ সেনারা ৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অসাধারণ দক্ষতায় ৫৬৮টি ড্রোন এবং ৪৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়। তবে যেগুলো প্রতিহত করা যায়নি, সেগুলোই ভয়াবহ প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪ জন...