২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ এএম সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মলচত্বরে এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশের সময় কিছু ভুল বোঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে ‘নারী শিক্ষার্থীদের জন্য রাত ১০টার পর ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ’— এমন কিছু তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন। এ প্রতিবাদের অংশ হিসেবে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে হলের নিয়ম-কানুন ভেঙ্গে রাত ১০টার পর রাতে ক্যাম্পাসে ঘুরে বেড়িয়ে ছবি তুলেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে দলবদ্ধ হয়ে ঘুরে মলচত্বরে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এমনই একজন প্রতিবাদী শিক্ষার্থী হলেন রোকেয়া হলের আনিকা তাহসিন হাফসা। তিনি রবিবার রাত ১০টার পর সহপাঠীদের সঙ্গে ঘুরে মলচত্বরে তোলা একটি ছবি ১০ টা ৫২...