২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম প্রায় এক দশক পর আবারও জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়ল ইরান। পশ্চিমা শক্তিগুলোর এই সিদ্ধান্ত তেহরানের জন্য নতুন অর্থনৈতিক ধাক্কা হয়ে এসেছে। নিষেধাজ্ঞার প্রভাব ইতোমধ্যেই দেখা দিতে শুরু করেছে ইরানের খোলাবাজারে, যেখানে জাতীয় মুদ্রার রেকর্ড পতন হচ্ছে। সাধারণ মানুষ পড়ছেন চরম অনিশ্চয়তায়। রোববার রাত থেকে কার্যকর হওয়া এই নতুন নিষেধাজ্ঞা এসেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে ২০১৫ সালের পরমাণু চুক্তির ‘স্ন্যাপব্যাক’ ধারা সক্রিয় করার মাধ্যমে। এর ফলে ইরানের ওপর আরোপিত হয়েছে অস্ত্র কেনাবেচায় নিষেধাজ্ঞা, ভ্রমণ সীমাবদ্ধতা, সম্পদ জব্দ এবং ব্যাংকিং কার্যক্রমে বাধা। পশ্চিমা দেশগুলোর দাবি, ইরান আইএইএর (আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা) পরিদর্শনে সহযোগিতা করেনি এবং ইউরেনিয়াম মজুত বাড়িয়েছে। তাই তাদের হাতে এই পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো বিকল্প...