তুবার মা সুমাইয়া আক্তারের ভাষ্য, ‘একবার শুনছি লটারির মাধ্যমে ভর্তি করানো হবে। আবার কেউ কেউ বলছে পরীক্ষা নেবে। ভর্তির আবেদন কবে শুরু হবে, বয়স কত লাগবে, কীভাবে ভর্তি করা হবে- কিছুই জানতে পারছি না।’ শুধু সুমাইয়া আক্তার নয়, সারাদেশের অন্তত ১০ লাখ শিক্ষার্থীর অভিভাবক স্কুলে ভর্তির প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশায় রয়েছেন। ভর্তি পরীক্ষা নেওয়া হবে নাকি লটারি হবে- সেই প্রশ্ন সবার মুখে মুখে। পাশাপাশি আবেদন ও ভর্তি ফি, বয়সসীমা, ক্যাচমেন্ট এরিয়া, সহোদর কোটাসহ বিভিন্ন কোটা বণ্টন পদ্ধতি নিয়েও জানতে আগ্রহী তারা। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ নিয়ে এখনো কিছু জানায়নি। কর্তৃপক্ষ ‘চুপ’ থাকায় ভর্তি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে অপতথ্য। বিশেষ করে কোচিং-প্রাইভেট ব্যবসায়ী একটি চক্র ফেসবুকে ছড়িয়েছে, ‘আগামী বছর স্কুলে ভর্তিতে পরীক্ষা নেওয়া হবে।’ এ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা।...