ব্রিটেন—যে দেশটি বহুকাল ধরে বহুজাতিক, বহু-সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন হিসেবে পরিচিত—আজ অভিবাসনবিরোধী উগ্রতার এক নতুন ঢেউয়ের মুখোমুখি। সাম্প্রতিক অভিবাসনবিরোধী বিক্ষোভ, যেখানে ডানপন্থি গোষ্ঠীর সরব উপস্থিতি ছিল, আমাদের মনে করিয়ে দেয়: ইতিহাসের চাকা ঘুরে ফিরে একই জায়গায় এসে দাঁড়ায়, যখন সমাজে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ে। ২) ব্রেক্সিট-পরবর্তী সময়ে BNP (British National Party), EDL (English Defence League)-এর মতো চরম ডানপন্থি সংগঠনগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে, যদিও এদের সাংগঠনিক ভিত্তি একদম নড়বড়ে। ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের সময় এবং পরবর্তী বছরগুলোতে অভিবাসনবিরোধী বক্তব্য ও প্রচারণা ব্যাপকভাবে বেড়ে যায়। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার অন্যতম প্রধান যুক্তি হিসেবে অভিবাসন নিয়ন্ত্রণের বিষয়টি সামনে আনা হয়েছিল। লন্ডনের রাজপথে অভিবাসনবিরোধী স্লোগান, বিদ্বেষমূলক সমাবেশ—এসব যেন ব্রিটেনের বহুত্ববাদী চেতনায় আঘাত হানে। ২০২৩ সালের নভেম্বর মাসে লন্ডনে অনুষ্ঠিত এক...