টাঙ্গাইলে ২১ ঘণ্টা পর তিতাসের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফেটে যাওয়া পাইপ লাইন মেরামত করা হলে পুরোপুরি ভাবে স্বাভাবিক হয়। এর ফলে পল্লীবিদ্যুতের লাইনও পুরোপুরি স্বাভাবিক হয়েছে। এরআগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় লাইন ফেটে আগুন ধরে গ্যাস সরবরাহ বন্ধ করে কর্তৃপক্ষ। এতে টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এছাড়া ১৫ গ্যাস স্টেশন এবং মির্জাপুর শিল্প অঞ্চলের ৩৫টি প্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। আরও পড়ুনটাঙ্গাইলে পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে ১৪ হাজার গ্রাহক এছাড়া গ্যাস পাইপের উপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তি পড়তে হয়েছিল...