রাজনীতিকে বলা হয়, রাষ্ট্র পরিচালনার নীতি। দর্শন, সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্র পরিচালনা পদ্ধতির সামষ্টিক রূপ হলো রাজনীতি।রাজনীতি সমাজবিজ্ঞান। কিন্তু বর্তমান সময়ে রাজনীতি যেন হিসাবনিকাশের খেলা। রাজনীতি এখন গণিতের চেয়েও জটিল। যোগবিয়োগের হিসাবনিকাশে এখন রাজনীতির কৌশল নির্ধারণ করা হয়। আদর্শ এখন গৌণ। লাভক্ষতির হিসাব করে রাজনৈতিক দলগুলো পা ফেলে। প্লাস-মাইনাসের গোলকধাঁধায় বাংলাদেশের রাজনীতিও। আগামী জাতীয় নির্বাচন ঘিরে চলছে নানা অঙ্কের খেলা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগেই এ হিসাব কষেই বিভিন্ন দল নানা রকম দাবিদাওয়া নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। প্লাস-মাইনাসের হিসাব করেই জামায়াত তাদের দীর্ঘদিনের মিত্র বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আদর্শিক দূরত্ব ঘুচিয়ে অন্য ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। জামায়াতের রাজনৈতিক অঙ্কের হিসাব পরিষ্কার। তাদের রাজনৈতিক কৌশল তিন মাইনাসের ওপর ভিত্তি করে তৈরি। প্রথমত, তারা বিএনপিকে রাজনীতির...