যুক্তরাষ্ট্রের মিশিগানের চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসে গুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। পুলিশ জানিয়েছে, রবিবার (২৮ সেপ্টেম্বর) প্রার্থনার সময় এক বন্দুকধারী গাড়ি চালিয়ে চার্চের ভেতরে ঢুকে গুলি চালায় এবং ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। কর্তৃপক্ষ বলছে, চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসের ওপর এ হামলাটি ঘটে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে। শহরটি ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল (১০০ কিমি) উত্তর-পশ্চিমে অবস্থিত। রবিবারের প্রার্থনা সভায় শত শত মানুষ উপস্থিত থাকার সময় এই ঘটনা ঘটে। হামলাকারী শনাক্ত হওয়া থমাস জেকব স্যানফোর্ড মিশিগানের বার্টন এলাকার বাসিন্দা। ৪০ বছর বয়সী স্যানফোর্ড পরে চার্চের পার্কিং লটে পুলিশের গুলিতে নিহত হয়। কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘টার্গেটেড ভায়োলেন্স’ বা লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে তদন্ত...