দীর্ঘ প্রেমকে অবশেষে পরিণয়ে রূপ দিলেন আমেরিকান গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ এবং সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো। বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে ইনস্টাগ্রামে বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করেছেন গোমেজ। ভ্যারাইটি লিখেছে, ছবির ক্যাপশনে গোমেজ কিছু লেখেননি, তবে মন্তব্যের ঘরে ব্লাঙ্কো লিখেছেন, ‘মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ’। গোমেজ ও ব্ল্যাঙ্কোর পরিচয়পর্বটা সিনেমার গল্পের মত। যখন গোমেজ ১৭ বছর বয়সী 'উইজার্ডস অফ ওয়েভারলি প্লেস' টিভি শোয়ের তারকা, তখন মেয়ের সংগীত ক্যারিয়ার গড়ে মা-ই তাকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন ব্ল্যাঙ্কোর সঙ্গে। সেখান থেকে বন্ধুত্ব, পরে একসঙ্গে কাজ। তাদের প্রথম যৌথ কাজের শুরু ২০১৫ সালে গোমেজের অ্যালবাম ‘রিভাইভাল’ থেকে। ব্ল্যাঙ্কো অ্যালবামের দুইটি গান প্রযোজনা করেছিলেন। কয়েক বছর পর ২০১৯ সালে গোমেজ অংশ নেন ব্ল্যাঙ্কোর একটি গানেও। ২০২৩ সালে এই জুটি আবারও একসঙ্গে কাজ করেন ‘সিঙ্গল...