উচ্চ বেতনের চাকরি মানেই ডিগ্রির প্রয়োজন, এ ধারণা আমেরিকার ক্ষেত্রে সব সময় সঠিক নয়, মানে ধারণা বদলে যাচ্ছে। লেন্ডিংট্রির নতুন সমীক্ষা বলছে, যুক্তরাষ্ট্রে এখন লাখো মানুষ কোনো ব্যাচেলর ডিগ্রি ছাড়াই ছয় অঙ্কের উপার্জন করছেন। কিছু পেশার ক্ষেত্রে ৪০ শতাংশ বা তার বেশি কর্মী ডিগ্রি ছাড়াই বছরে এক লাখ ডলার বা তার বেশি আয় করছেন। কিন্তু ইউরোপে এ চিত্র আলাদা, বলছে ইউরো নিউজ। এ–সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে আয়ের অন্যতম প্রধান নিয়ামক হলো শিক্ষা। ইউরোপীয় কমিশনের ইনভেস্টিং ইন এডুকেশন ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার প্রতিটি অতিরিক্ত বছর একজন ব্যক্তির আয় গড়ে ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। ইউরোপের ৩৬টি দেশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের আয় সব সময়ই মাঝারি বা নিম্নশিক্ষিতদের চেয়ে বেশি। তবে এ আয়ের ব্যবধান ইউরোপজুড়ে সমান...